Does Black Fungus Affect Your Eyesight?

Susrut Eye Foundation & Research Centre
Susrut Eye Foundation & Research Centre

Kolkata

ব্ল্যাক ফাঙ্গাস কী?

করোনা রোগীদের শরীরে ঘটছে এক প্রকার ছত্রাকের সংক্রমণ। তার নাম ব্ল্যাক ফাঙ্গাস। চিকিৎসা পরিভাষায় এই রোগকে চিহ্নিত করা হচ্ছে মিউকোরমাইকোসিস নামে। শরীর দুর্বল হলে মূলত বাসা বাধে এই ছত্রাক। করোনা রোগীরা বেশি দিন আইসিইউ-তে থাকলে, কিংবা তাঁদের উপরে স্টেরয়েডের ব্যবহার বেশি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এমন ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস ঢুকে পড়ছে শরীরে।

এই ছত্রাক করোনা রোগীদের মধ্যেই শুধু ছড়ায়, এমন নয়। কোনও মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই সংক্রমণের আশঙ্কা থাকে। করোনায় প্রতিরোধ শক্তি কমে যাচ্ছে। তার ফলে এমন রোগীদের শরীরে বেশি দেখা দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।

করোনার সংক্রমণের আবহে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় মিউকোরমাইকোসিস নামে চিহ্নিত এই ছত্রাক-ঘটিত রোগে ইতিমধ্যেই রাজ্যে মৃত্যু ঘটেছে এক মহিলার। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটি সাধারণ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, ‘অবহেলা করলে প্রাণঘাতী হতে পারে মিউকোরমাইকোসিস’। ওই নির্দেশিকায় ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ শনাক্তকরণ এবং করণীয় সম্পর্কে প্রাথমিক তথ্য রয়েছে .

ব্ল্যাক ফাঙ্গাস রোগে জ্বর, চোখে-নাকে ব্যথা, মাথা ব্যথা, নাকের চামড়া বিবর্ণ দেখানো, দেখতে অসুবিধা হওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কফ, রক্তবমির মতো সমস্যা এমনকি মানসিক ভারসাম্যেও সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছে ওই নির্দেশিকা। পাশাপাশি, সংক্রমণের সন্দেহ হলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এই ফাঙ্গাস সংক্রমণ হলে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে মুখে। চোখের তীব্র সমস্যা হয়। দৃষ্টি ঝাপসা হয়ে যায়, শেষে চোখ খোলা-বন্ধ করতে সমস্যা হয়। এই সব সমস্যার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে, নিয়মিত দিনের আলোয় মুখের পরীক্ষা করতে হবে। দেখতে হবে, কোথাও কোনও কালচে ছোপ পড়ছে কি না, নাক বা মুখের ভিতরে কোথাও কালো তরলের ক্ষরণ হচ্ছে কি না।

সাবধানে থাকুন, সুস্থ থাকুন

Scroll to Top